দেশ নিয়ে একটা সত্যি কথা বলি!

সত্যি কথা বলি।

Bangladesh - এ অনার্স আর মাস্টার্স শেষে ২৫ থেকে ২৬ বছরে কেউ বেসরকারি চাকরিতে ঢোকে - মাসে ১৮ থেকে ৩০ হাজার টাকায় ঢাকায় থাকা কি সম্ভব? 



নিজের খরচ, বাড়ির পাঠানো, বিয়ে হলে সংসার সব কিভাবে চলবে?


বিয়ে না হয়ে থাকলে বিয়ের কথাও আসে এই সময়ে, ধরুন সম্পর্ক আছে। 


মেয়েটা বাড়িতে জানাল, তার সম্ভাব্য লাইফ পার্টনারের চাকরি হয়েছে। 


পরে জানা গেল ছেলের বেতন ২৬ হাজার। 


অন্যদিকে পরিবার আরেকজনকে ভাবছে, পড়াশোনায় খুব এগোনো নয়, কিন্তু জমি আছে, মোটর পার্টসের দোকান আছে, বয়স ৩৪। ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটার সঙ্গে যার মানসিকতা মেলে না, তবু সমাজ কাকে এগিয়ে রাখে?


আমাদের টেমপ্লেট ছিল সহজ পড়ো, চাকরি হবে, জীবন ভালো যাবে। 


পড়া হলো, চাকরি হলো এরপরও মুদ্রাস্ফীতি আর কম সুযোগে জীবন এত কঠিন হয়ে গেল কেন?


Let's see a day in life of this 26k earning guy - ৩৪০ টাকার সিএনজি বাঁচাতে ২০ টাকার বাস। 


ঝুলে ঝুলে অফিসে যাওয়া - ৪০ টাকার রিকশা ৩০ করতে কিছুক্ষণ দরকষাকষি। 


হাঁটতে হাঁটতে অফিসে ঢোকা - রাতে ৯টায় বাড়ি ফেরা। 


এটাই রুটিন।


খুব ভালো করলেও পরের চাকরিতে হয়তো ৩৫ থেকে ৪০ হাজার, ততদিনে বয়স ৩০ ছুঁয়ে যাবে। 


পছন্দের মানুষও হয়তো স্থির কারো সঙ্গে চলে যাবে। 


দোষ কার?


White-collar চাকরির এই বাস্তবতা নিয়ে আপনার মত কি? 


এই চক্র থেকে বের হওয়ার পথ কোথায়?


I will reply to every comment in this post - Really interested to know?


এই কারণেই বাজারে “২৫ দিনে টাকা ডাবল”-এর স্বপ্ন এত দেখা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url