জেদী বাচ্চা কিভাবে সামলাবেন?
জেদী বাচ্চা কিভাবে সামলাবেন? খুব অল্পকথায় বলবো, বেশি লম্বা লিখি আমি।
প্রথমত, যেসব বাচ্চা জেদ বেশি করে তাদের বেশি ঘাঁটাবেন না। সব কিছুতে না বলবেন না নির্দেশ দেবেন না। কথায় কথায় তার বিপক্ষে যাওয়া যাবে না জোর করা যাবে না। তাহলেই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনি দৃঢ়ভাবে ডিল করতে পারবেন। সিদ্ধান্ত নিন কোন বিষয়ে আপনি তার মতের বিরুদ্ধে যাবেন এবং সমাধান করবেন।
দ্বিতীয়ত, জেদি বাচ্চার জীবনের কিছু নিয়ন্ত্রন তার হাতে ছাড়ুন একটা সেইফ বাউন্ডারি মেইনটেইন করে। যখন সে নিজের সিদ্ধান্ত নিজে নেবার স্বাধীনতা পাবে তখন তার অতিরিক্ত জেদ করার প্রবণতা কমে যাবে। কি খাবে, কতটুকু খাবে, কি পরবে, কোথায় যাবে তাকে সিদ্ধান্ত নিতে দিন। যত আপনি তার বিরোধিতা কম করবেন তত তার মধ্যে নিজের উপর নিয়ন্ত্রণ আসবে।
তৃতীয়ত, জেদি বাচ্চাকে কথা শোনাবার জন্য যদি থ্রেট, ঘুষ, ভয় বা জোর করেন তাহলে হিতে বিপরীত হয়, সাময়িক ভাবে হয়তো মেনে নেবে কিন্তু তার জেদ তাতে আরো বাড়বে। তখন আপনাকে দেখাতে হবে সহমর্মিতা নিজে উদাহরণ হয়ে, তার আবেগকে স্বীকৃতি দিতে হবে, এবং নিজে উদাহরণ হয়ে আবেগ নিয়ন্ত্রণ শেখাতে হবে। “আমি বুঝতে পারছি তুমি রেগে যাচ্ছ, এরকম পরিস্থিতিতে রেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে বা অন্য কাউকে আঘাত করতে দেব না, আমি চাই তুমি নিরাপদে থাকো, আসো আমরা বালিশে ঘুষি মেরে বা গভীর নিঃশ্বাস নিয়ে রাগ কমাই।” বিশ্বাস করেন, সময় লাগলেও এই জেন্টল এপ্রোচই কাজে আসে, অন্য হার্ড লাইন পরিস্থিতি খারাপ করে।
চতুর্থত, বাউন্ডারি মেইনটেইন করুন। আপনি তার সাথে কানেক্ট করবেন, দয়ালু হবেন কিন্তু নত হবেন না, নিজের দৃঢ়তা এবং অথরিটি মেইনটেইন করবেন। কথায় কথায় না বলবেন না তবে একবার যদি না বলেছেন সেটা যে আর হ্যা হবে না সেটা বোঝান। জেদ করে লাভ হবে না, ভদ্রভাবে বললে আপনি কথা শোনেন এটা বুঝতে দিন।
সবশেষে, বাচ্চা যখন আবেগ নিয়ন্ত্রণ করবে, ভালো আচরন করবে তার প্রশংসা করুন। প্রশংসা এক কথায় গুড জব বা ওয়েল ডান বলে শেষ করবেন না, কেন প্রশংসা করছেন সেটা বুঝিয়ে বলুন।
আমি জানি জেদি বাচ্চা সামলানো মারাত্মক কঠিন কাজ, কারন নিজেদের ধৈর্য্য ধারণ করা কঠিন হয়ে পরে। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, জেদি বাচ্চা একটু টেকনিকালি হ্যান্ডেল না করলে দিনদিন আরো খারাপ হয়। ধৈর্য্যই এর সমাধান, নিজে উদাহরন হয়ে ডিল করুন, নিয়ন্ত্রনে চলে আসবে আশা করছি।
