হাদি আর নেই।
দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে নিজের দেশের জন্য মানুষটা জীবন দিতে পারে। কতটা হৃদয়বান ব্যক্তিবলেই দেশের মানুষ আজ তার জন্য কান্না করতে পারে। একজন মানুষকে দেশের কেউই চিনতো না। তবুও সেই মানুষটার জন্য আজ দেশের সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
আমি সাধারনত রাজনীতি পছন্দ করি না। রাজনীতি কিছু দিতে পারে না শুধু নিতে জানে। হয়তো টাকা পয়সা না হয় আপনার জীবন। যারা রাজনীতি করে তাদের জীবন অনেকটাই অনিরাপদ।
এদেশে সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতাদের আমি বেশি দিন বাঁচতে দেখিনি।
হাদির মতো একজন সৎ রাজনৈতিক ব্যক্তিকে হারালো দেশ। দেশে এমন ব্যক্তি আবার আসবে কি না আমার জানা নেই। অবশ্যই দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন
