আমি একজন খারাপ মানুষ?

কারোরই সাহস নেই এটা ঘোষণা দিয়ে বলা যে “আমি একজন নেগেটিভ বা খারাপ মানুষ” ! কিন্তু আপনি যদি ভালোমানুষ হন বুক ফুলিয়ে আপনি বলতে পারেন বা লিখতে পারেন "আপনি একজন ভালোমানুষ" - যা আপনার কাজ, ব্যবহার ও আচরন ও ব্যক্তিত্বে প্রকাশ পায়। যা একটি চর্চার বিষয়। 

যে অনেক খারাপ ও ভয়ংকর, সেও বেশির ভাগ ক্ষেত্রে খারাপ কাজটা করে গোপনে বা রাতের অন্ধকারে বা পেছনে করে। এবং দিনের বেলা সেই খারাপ মানুষটা নিজেকে ভালোমানুষ বোঝানোর সর্বাত্মক চেষ্টা করে সবাইকে।

এক সময় সবাই তা বুঝতে পারে যে উনি কতটা গরীব ও অসহায় এবং একা! পৃথিবীতে কোন মন্দ কাজই লুকিয়ে রাখা যায় না, যায়নি কখনো। তাঁর আচরণ, তাঁর কথা, তাঁর অভিব্যক্তি ও তাঁর রুচি দিয়ে বোঝা যায় তিনি কতটা খারাপ ও নেগেটিভ মানুষ।  

তারপরও মানুষ মানুষকে মেরে ফেলে, আঘাত করে, কষ্ট দেয়, অপমান করে, হিংসা করে। এগুলো করে কেউ ভালো নেই, একজনও না। এসব হচ্ছে কর্ম ফল। 

আপনার আশেপাশে -১ জন মানুষ আছে যারা অকারণে প্রতিনিয়ত আপনাকে ছোট বা অপমান করার চেষ্টা করবে। ব্যক্তিগত ক্ষুদ্র লাভের জন্য এরা যে কোন মুহূর্তে নেগেটিভ আচরণ করে, ভুলে যায় বিগত দিনে আপনি তার জন্য কি করেছেন। এরা সারাক্ষণ সুযোগের অপেক্ষায় থাকে কখন খোঁচাটা মারবে - তাতে নিজে কি বড় হতে পারে? 

না, এরা আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যায়, এরা দুঃখী এবং এরা হতাশ। এরা এক সময় ভয়ানক একা হয়ে যায়। এটাকে মানসিক রোগও বলা যেতে পারে কারণ সে কারো কোন কিছুতেই পজিটিভ কিছু খুঁজে পায় না। এরা পৃথিবীর কাউকে বিশ্বাস করে না। সুখী হবার চেষ্টা করে কিন্তু সুখ পায় না - বাঁধা হয়ে দাঁড়ায় তার খোঁচা মারার স্বভাব।  

আপনি যদি এর ভুক্তভুগি হয়ে থাকেন, এদেকে এড়িয়ে চলুন এবং এদের থেকে বহু দূরে থাকুন। দেখবেন আপনার কাজের সময় বেঁড়ে গেছে। নিজেকে খুব ফুরফুরে লাগছে, আপনার লাইফে অযাচিত পেইন কমে গেছে। 

মজার ব্যাপার হচ্ছে খারাপ কাজ করার জন্য অনেক অর্থ, মেধা (কুবুদ্ধি) ও সময় দিতে হয়, কিন্তু ভালো কাজ করার জন্য এত কিছুর প্রয়োজন হয় না। 


ভালোমানুষ হয়ে থাকা শুধু একটি ইচ্ছা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url